
শরীফ মিয়া স্টাফ রিপোর্টার
জামালপুরের ইসলামপুর পৌর বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আমেরিকান প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী সাখায়াত হোসেনের নতুন তৈরী ডুপ্লেক্স পাকা বাড়ী উদ্ভোধন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুম্মা নামাজ বাদ পৌর শহরের মোশাররফ গঞ্জের টংগেরআলগা গাইছি পাড়া নতুন বাড়িতে দোয়া ও মিলাদ মাহফিলে জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি নবী নেওয়াজ খান লোহানী বিপুল, জামালপুর জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদিন সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব,সাংগঠনিক সম্পাদক শাহ আবির আহম্মেদ বিপুল মাস্টারসহ উপজেলা ও পৌর বিএনপি বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার সকল শ্রেণির মানুষ মিলাদ মাহফিল অংশ নেন।
উল্লেখ্য যে, ইসলামপুরের কৃতি সন্তান আমেরিকান প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী সাখায়াত হোসেন দীর্ঘ ২০ বছর ধরে আমেরিকায় রয়েছেন। দেশে থাকাকালীন সময়ে তিনি ইসলামপুর কলেজ ছাত্র দল ও উপজেলা ছাত্র দল করতেন। বর্তমানেও তিনি ইসলামপুর পৌর বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন।