Breaking News
জুলাই ২৮, ২০২৫

প্রশিক্ষণ অনুষ্ঠানে তামাক চাষের পরিবর্তে আলু এবং ভুট্টা চাষ করতে হবে

মোঃ মাইনুল ইসলাম কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

তামাকজাত দ্রব্যের ব্যবহার কমিয়ে আনার লক্ষ্যে সর্বপ্রথম তামাক চাষীদের নিরুৎসাহিত করতে হবে। তামাক চাষীরা যেন তামাকের পরিবর্তে আলু এবং ভুট্টা চাষে মনোযোগী হয়ে উঠে সে ব্যাপারে স্থানীয় কৃষি বিভাগ সহ সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করতে হবে। আজ মঙ্গলবার (২৭ মে) বেলা ১১ টায় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা উপরোক্ত কথাগুলো বলেন।
কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে আয়োজিত প্রশিক্ষণ অনুষ্ঠানে জেলা প্রশাসক নুসরাত সুলতানা আরো বলেন- “কুড়িগ্রামে তামাক চাষির সংখ্যা চার শতাধিক। সকল তামাক চাষীদেরকে সাথে নিয়ে আমরা আলোচনা করবো এবং তাদেরকে তামাক চাষের পরিবর্তে আলু এবং ভুট্টা চাষে উদ্বুদ্ধ করবো। তামাক চাষীরা যদি আমাদের আহব্বানে সাড়া দেয় তাহলে তাদেরকে কৃষি প্রণোদনা সহ যাবতীয় সরকারি সুযোগ-সুবিধা প্রদান করা হবে।”
কুড়িগ্রাম জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এবং জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল এবং স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠানে ডিজিটাল স্কিনে প্রেজেন্টেশন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায়। উপস্থাপনার দায়িত্বে ছিলেন এনডিসি সায়েখুল হাসান খান। প্রশিক্ষণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব মো: আরাফাত রহমান, কুড়িগ্রাম সদর উপজেলার নির্বাহী অফিসার সাঈদা পারভীন, কুড়িগ্রাম জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা বিএনপির ১ং যুগ্ন আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, একই দলের যুগ্ন আহবায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব ও কুড়িগ্রাম জেলা সম্মিলিত শ্রমিক-কর্মচারী ঐক্য জোটের সদস্য সচিব এবং কুড়িগ্রাম জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *