Breaking News
এপ্রিল ২৯, ২০২৫

ইসলামপুরে ১৫ টি কওমী মাদ্রাসায় ভলিবল ও ফুটবল খেলার সামগ্রী বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান।

শরীফ মিয়া স্টাফ রিপোর্টার

অনেকদিন ধরেই কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা দাবি করে আসছিলেন যে, দেশের স্কুল-কলেজের শিক্ষার্থীরা সরকারিভাবে খেলাধুলার সামগ্রী পেলেও কওমি মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীরা এ সুবিধা থেকে বঞ্চিত থাকেন। শিক্ষার্থীদের এই দাবির প্রতি সম্মান জানিয়ে আজ ইসলামপুর উপজেলার ১৫টি কওমি মাদ্রাসায় ভলিবল ও ফুটবলের সামগ্রী বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ তৌহিদুর রহমানের পক্ষ থেকে এই সামগ্রী বিতরণ করা হয়। এ সময় তিনি বলেন, “আশা করি, মাদ্রাসার শিক্ষার্থীরাও স্কুল-কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সমান তালে ক্রীড়া অঙ্গনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ।”

তিনি আরও জানান, সরকার সকল শিক্ষার্থীর সার্বিক উন্নয়ন ও বিকাশে কাজ করছে এবং ভবিষ্যতেও মাদ্রাসাসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলা ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রমকে আরও জোরদার করা হবে।

অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সবাই এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং শিক্ষার্থীদের মেধা ও শারীরিক বিকাশে এ ধরনের সহায়তার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

সকলের জন্য শুভকামনা জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুর রহমান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।