Breaking News
জুলাই ২১, ২০২৫

মধুপুরে সর্বস্তরের জনতার ব্যানারে সওদাগরদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুরে সওদাগরদের সন্ত্রাস, চাঁদাবাজী, মাদকব্যবসা ও বিনা কারণে সাধারণ মানুষের উপর অত্যাচার ও নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে ।
“সওদাগর হঠাও মধুপুর বাচাও” এ শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে সর্বস্তরের জনগণের আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) বিকেলে মধুপুর রানী ভবানী সরকারী উচ্চবিদ্যালয় মাঠ হতে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌরশহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মধুপুর বাসস্ট্যান্ডের আনারস চত্তরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা বেসরকারী বিশ্ববিদ্যালযের ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন-সম্পাদক আনোয়ার হোসেন তুহীন সহ অন্যান্যরা। এসময তিনি বক্তব্যে বলেন মধুপুরে সওদাগরদের সন্ত্রাসী, চাঁদাবাজী, মাদকব্যবসা ও বিনা কারনে সাধারণ মানুষের উপর অত্যাচারে মধুপুরবাসী আজ অতিষ্ঠ। তাদের এ অপকর্মকে প্রতিহত করার জন্য মধুপুরের সকলস্তরের জনগনকে ঐক্যবদ্ধ ভাবে এগিযে আসার আহবান জানান। বিক্ষোভ মিছিলে প্রায় সহাস্রাধীক লোক অংশ গ্রহন করেন। মিছিলটি রানীভবানী মাঠে গিয়ে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *