Breaking News
জুলাই ৩০, ২০২৫

মালচিং পদ্ধতিতে বেগুন চাষের উপর মাঠ দিবস উদযাপন

শরিফ মিয়া স্টাফ রিপোর্টার

জামালপুরের ইসলামপুর উপজেলার পাথর্শী ইউনিয়নে মালচিং পদ্ধতিতে বেগুন চাষের উপর মাঠ দিবস উদযাপন করা হয়।

মঙ্গলবার (২২এপ্রিল) প্রদর্শনী কৃষক আমিনুল ইসলামের বাড়িতে দিনব্যাপী অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় অস্ট্রেলিয়ান এনজিও কো অপারেশন প্রোগ্রামের মাধ্যমে উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অংশীদারিত্বের ভিত্তিতে বাস্তবায়নাধীন জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইমপ্রুভড নিউট্রিশন জেসমিন প্রকল্পের আওতায় পরিবেশ বান্ধব কৃষি (মালচিং) পদ্ধতিতে বেগুন চাষের উপর মাঠ দিবস উদযাপিত হয়।

কর্মসূচিতে বক্তব্য রাখেন, উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ খান, উন্নয়ন সংঘ জেসমিন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বিজন কুমার দেব, জেসমিন প্রকল্পের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার আব্দুস সামাদসহ আরো অনেকে।

উক্ত মাঠ দিবসে প্রদর্শনী কৃষক আমিনুল ইসলাম মালচিং পদ্ধতিতে সুবিধা অসুবিধা ও লাভ ক্ষতির তথ্য উপস্থাপনসহ পানি সাশ্রয়ী প্রযুক্তি, জলবায়ু সহনশীল প্রযুক্তি, পরিবেশ বান্ধব পদ্ধতিতে সার ও বালাইনাশক ব্যবহারের প্রযুক্তি বিষয়ে এলাকার শতাধিক উৎপাদক দলের সদস্যদের নিয়ে আলোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *