Breaking News
জুলাই ২৭, ২০২৫

পুলিশ কমিশনারের কাছে কোতোয়ালি মডেল থানার এস আই সাইফুল এর নামে এক ভুক্তভোগী মহিলার অভিযোগ।

নিজস্ব প্রতিবেদক।
গত ১৮/৪/২৫ ইং তারিখ রোজ শুক্রবার বরিশাল কোতোয়ালি মডেল থানায় হাজির হইয়া লিখিত অভিযোগ দায়ের করেন হাসি আক্তার নামক এক ভুক্তভোগী। অভিযোগ সূত্রে জানা যায়, হাসির গ্রামের বাড়ি নলছিটি রায়াপুর বটতলা, তার স্বামী মারা যাওয়ায় ফ্যামিলির হাল ধরতে ও তার রেখে যাওয়া অনেক টাকা ঋণ পরিশোধ করার জন্য বরিশালে আসলে, ফ্যামিলি বাসা না পেয়ে কোন মতে দিন কাটে, হঠাৎ একটি আবাসিক হোটেল জাকিয়া বোডিং এ ছোট একটা রুম ভাড়া নিয়ে মানুষের বাসায় কাজ কর্ম করে প্রায় ৬৯,৫০০ টাকা জমিয়ে ছিলেন, হাসি হঠাৎ রুমে এসে দাখেন তার জমানো টাকা ও স্বর্নের কানের দুল ও স্বর্নের গলার চেইন চুরি হয়ে যায়, তাৎক্ষণিক হোটেলের মালিক জাকিরের কাছে বললে ও সিসি ক্যামেরা চেক করতে বললে তিনি বলেন সিসি ক্যামেরা নষ্ট হয়ে গেছে, অতঃপর কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান অভিযোগের তদন্ত দেন এস আই সাইফুল ইসলামকে, উক্ত বিষয়টি নিয়ে ঘটনা স্থানে তদন্ত না করেই বিবাদীকে ডেকে বাদির কথা না শুনে এস আই সাইফুল ইসলাম বিবাদীর পক্ষ হয়ে বাদির চুরি হওয়া ৬৯,৫০০ টাকা ও স্বর্নের কানের দুল সহ সব কিছু দিতে অস্বীকার করে, উক্ত বিষয়ে বিবাদীর পক্ষ হইয়া ১০ হাজার টাকার বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে সাইফুল ইসলাম, পরে আমার কাছ থেকে সাদা কাগজে জোরপূর্বক একটি স্বাক্ষর নিয়ে নেয় আমি ২ দিন পরে আবার কোতোয়ালি মডেল থানায় গিয়ে জানতে চাইলে তিনি বলেন আমি নাকি অভিযোগ প্রত্যাহার করে নিয়েছি, কিন্তু আমি সেই অভিযোগ আধও প্রত্যাহার করিনি, আমি এই বিষয় নিয়ে আর কোন কথা বললে আমাকে জেলে ঢুকিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন এসআই সাইফুল ইসলাম। আমি এর সুষ্ঠ বিচার পেতে পারি এজন্য পুলিশ কমিশনারের বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *