
আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে কৃষি পূনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরে আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র প্রান্তিক ও মাঝারি কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচীর উদ্বোধন করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভাপতি মো. জুবায়ের হোসেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব রকিব আল রানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তাজমী নূর রাত্রি, এবিএম খায়রুল আলম, উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রহিম রাজু, শহীদুল ইসলাম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ।
উদ্বোধন অনুষ্ঠান শেষে আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মধুপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের তিনশ’ জন ক্ষুদ্র প্রান্তিক ও মাঝারি কৃষকদের মাঝে খরিফ-১ মৌসুমের বিনামূল্যে পাঁচ কেজি আউশ ধানের বীজ ও বিশ কেজি রাসায়নিক সার বিতরণ কার্যকম শুরু করা হয়।
উক্ত অনুষ্ঠানে কৃষি বিভাগের কর্মকর্তা কর্মচারী ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।