Breaking News
এপ্রিল ২২, ২০২৫

বড়াইগ্রামে বিএসটিআইয়ের অভিযানে তিন বেকারি কারখানাকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক :

নাটোরের বড়াইগ্রামে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর অভিযানে তিন বেকারিকে কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানা যায়, ২১ এপ্রিল (সোমবার) নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় উপজেলা প্রশাসন ও বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের যৌথ উদ্যোগে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

উক্ত ভ্রাম্যমাণ আদালতে ব্রেড, বিস্কুট ও কেক এর অনুকুলে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স রয়েছে বলে মিথ্যা তথ্য প্রদান করা ও অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে উৎপাদন করার অপরাধে বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় লক্ষ্মীকোল এলাকার ভাই ভাই ব্রেড ও বিস্কুট ফ্যাক্টরিকে (কেক) ১০ হাজার টাকা এবং রয়না এলাকার নিউ কুমিল্লা বেকারিকে (কেক) ১০ হাজার টাকা ও রাবেয়া বেকারিকে (ব্রেড ও বিস্কুট) ১০ হাজার টাকা  জরিমানাসহ মোট ৩টি মামলা দায়ের করা হয়।পাশাপাশি প্রতিষ্ঠানসমুহকে ৭ দিনের মধ্যে সিএম লাইসেন্স গ্রহণ ও কারখানার পরিবেশ উন্নত করার পরামর্শ দেয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস।

এসময় আদালতকে সহযোগিতা করেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মোঃ দেলোয়ার হোসেন।

জনস্বার্থে পরিচালিত এই অভিযানের মাধ্যমে বাজারে নিরাপদ খাদ্য নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে বলে জানানো হয় বিএসটিআইয়ের পক্ষ থেকে।

ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় এমন অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে আশ্বাস দিয়েছে বিএসটিআই।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।