Breaking News
এপ্রিল ২২, ২০২৫

ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে গলাচিপায় বিক্ষোভ ও মানববন্ধন

পটুয়াখালী জেলা প্রতিনিধি

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ও বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কর্মী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাতে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে গলাচিপায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) সকালে গলাচিপা সরকারি কলেজের মূল ফটকে উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের যৌথ উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গলাচিপা সরকারি কলেজ ছাত্রদল এই কর্মসূচির আয়োজন করে।

এসময় মানববন্ধন কর্মসূচিতে কালোব্যাজ ধারণ করেন অংশগ্রহণকারীরা। পারভেজ হত্যার প্রতিবাদ জানিয়ে বক্তব্য দেন গলাচিপা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মুশফিকুর রহমান সাইফুল, যুগ্ম-আহ্বায়ক তাইম ইসলাম বাপ্পি, গাজী শফিকুল ইসলাম, সদস্য নাঈম হোসেন এবং গলাচিপা সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইয়াকুব হোসান।

বক্তারা অবিলম্বে জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, এ হত্যাকাণ্ড পরিকল্পিত ও নির্মম। দোষীদের চিহ্নিত করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। মানববন্ধনে ছাত্রদলের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।