Breaking News
এপ্রিল ২০, ২০২৫

সরকারি খালের জমিতে ঘরবাড়ি দালান নির্মাণ করাতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে নষ্ট হচ্ছে কৃষি ফসল

 

শরীফ মিয়া স্টাফ রিপোর্টার 

জামালপুর ইসলামপুর পৌরসভা ৯ নং ওয়ার্ড টংগের আলগা আলমাস বিএসসি বাড়ি হইতে মলমগঞ্জ হয়ে শশা রিয়াবাড়ি  খান পাড়া পর্যন্ত। যমুনা নদী থেকে পানি বের হওয়া একমাত্র শাখা খাল এই খালটির  নাম কাগজপত্রে পরিচিত ঢাকাই খাল। ইসলামপুর ও দেওয়ানগঞ্জ দুই সিমানার  মধ্যে অবস্থিত সরকারি  খাস জমিতে পানি বের হওয়ার রাস্তা বন্ধ করে। ঘরবাড়ি ও দালান নির্মাণ   করাতে  পানির নিষ্কাশনের  রাস্তা বন্ধ হয়ে  কৃষি ফসল নষ্ট সহ জলাবদ্ধতা স্বীকার । টংগের আলগা ধন্না পাড়া সকল জনসাধারণ  প্রশাসনের সুদৃষ্টি কামনা করছে এলাকাবাসী

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।