Breaking News
এপ্রিল ২০, ২০২৫

নলছিটিতে চার জনেরবিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

নিজস্ব প্রতিবেদক:: নলছিটিতে চার জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে। ‘লিপি আক্তার’ বাদী হয়ে নলছিটি থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-১৩, তারিখ ০৯-০৪-২০২৫। আসামিরা হলেন :।১। মোঃ সরোয়ার (১৯), পিতা-মৃত ফরিদ আকন, মাতা-শহর বানু, সাং-উত্তর জুরকাঠী, ।২। মোঃ রিয়াজ তালুকদার (১৯০), পিতা-দুলাল তালুকদার, সাং-দক্ষিন দুধারিয়া,।৩। মোঃ তুষার তালুকদার (২০), পিতা-মাহাবুব তালুকদার, সাং-দক্ষিন দুধারিয়া,।৪। খান মাইনুদ্দিন (৪০), পিতা-আঃ আজিজ খান, সাং-উত্তর জুরকাঠী, সর্ব থানা-নলছিটি, জেলা-ঝালকাঠীসহ অজ্ঞাতনামা ৬/৭ জন। এজাহার সূত্রে জানা যায়, গত ০২ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ৬ টার দিকে সাইফুল ইসলাম আকনকে নলছিটি উপজেলার ৯নং দপদপিয়া ইউনিয়নের জুরকাঠী সাকিনস্থ সবুজ হাওলাদার এর চায়ের দোকানের মধ্যে বসে চা পানের সময় মোঃ সরোয়ার, মোঃ রিয়াজ তালুকদার, মোঃ তুষার তালুকদার, খান মাইনুদ্দিন সহ অজ্ঞাতনামা ৬/৭ জন পূর্বের ঘটনার জের ধরে পূর্বপরিকল্পিত ভাবে বে-আইনী জনতাবদ্ধে একত্রিত হইয়া বিবাদী খান মাইনুদ্দিন বাদীদেরকে হুকুম দেয় যে, শালারে মারধর করিয়া শেষ করিয়া দে। তখন ৪নং বিবাদীর হুকুমে উল্লেখিত ১,২,৩নং বিবাদীরা বলে তুই সেদিন মনোয়ারকে মারতে দাও নাই এখন তোকে কে রক্ষা করিবে এই বলে মোঃ সাইফুল ইসলাম আকনকে এলোপাথারী কিল ঘুষি মারিয়া তার জামার কলার ধরে দোকান হইতে দোকানের সামনে নামাইয়া এলোপাথারী কিল ঘুষি, লাথি মারিয়া ও ইট দিয়া আঘাত করে দুই হাত, পাসহ শরীরের বিভিন্ন স্থানে বেদনাদায়ক নীলা ফুলা জখম করে। রক্তাক্ত সাইফুল মাটিতে লুটাইয়া পরলে ১নং বিবাদী মোঃ সরোয়ার তাহার হাতে থাকা ইট দিয়া হত্যার উদ্দেশ্যে আমার স্বামী ১নং সাক্ষী (ভিকটিম) মোঃ সাইফুল ইসলাম আকন এর নাকের উপর সজোরে আঘাত করলে তার হাড় ভেঙে গুরুতর রক্তাক্ত জখম হয়। ২নং বিবাদী মোঃ রিয়াজ তালুকদার তাহার হাতে থাকা ইট দিয়া হত্যার উদ্দেশ্যে সাইফুলের মুখের উপর আঘাত করে। উক্ত আঘাতে তার মুখের উপরের মাড়ির সামনের ১টি দাত ভাঙ্গিয়া যায় এবং উপরের ঠোট ফাটিয়া রক্তাক্ত জখম হয়। নাক ও মুখ থেকে অনেক রক্ত ঝরে তার পড়নের শার্ট ভিজে যায়। পড়নের জিন্স প্যান্টের সামনের ডান পকেটে থাকা নগদ ৩৫ হাজার টাকা ৩নং বিবাদী মোঃ তুষার তালুকদার জোরপূর্বক নিয়া যায়। তার ডাক চিৎকার শুনিয়া আশপাশের লোকজন ঘটনাস্থলে আগাইয়া আসলে উল্লেখিত সকল বিবাদীরা হুমকি দিয়ে চলে যায়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।