Breaking News
এপ্রিল ২০, ২০২৫

দেওয়ানগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে বৈশাখী শোভাযাত্রা

শরিফ মিয়া স্টাফ রিপোর্টার

বাঙালির হৃদয়ে প্রকৃতি এক অদৃশ্য সুরে বাঁধা। ষড়ঋতুর লীলাভূমিতে ঝড়-বৃষ্টির  ধুলোবালির মেঘ উড়িয়ে, বজ্রের গর্জনে কাঁপিয়ে বৈশাখ এসেছে এক নবজাগরণের প্রতীক হয়ে,তাইতো এবারের পহেলা বৈশাখ এসেছে ভিন্ন রূপে। এ ধারাবাহিকতায় জামালপুরের দেওয়ানগঞ্জ  বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ১৪ এপ্রিল সোমবার সকালে উপজেলা প্রশাসনের পক্ষে পহেলা বৈশাখ (১৪৩২) উদযাপন উপলক্ষে একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা টি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দেওয়ানগঞ্জ পৌরসভার প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।শোভাযাত্রায় অংশগ্রহণ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউর রহমান, সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জামান আসিফ , দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ  নাজমুল হাসান, উপজেলা কৃষি অফিসার আলমগীর আজাদ সহ

সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা  ও বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকসহ   আরও অনেকে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।