শরিফ মিয়া স্টাফ রিপোর্টার
অসময়ে নদী ভাঙ্গনে দিশেহারা জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানি ইউনিয়নের অসহায় মানুষেরা। দীর্ঘদিন হয়ে এই এলাকা মানুষের শত শত বিঘা জমি যমুনা নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। এতে কয়েকটি গ্রামের বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান,মসজিদ মাদ্রাসা, বাজার সহ আরো অনেক কিছু। ৮ এপ্রিল মঙ্গলবার চর ডাকাতিয়া যমুনা ভাঙ্গন এলাকায় সাড়ে ছয় হাজার জিও ব্যাক ফেলানো কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউর রহমান, পানি উন্নয়ন অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী শফিকুল ইসলাম, সহকারি প্রকৌশলী সাইফুল ইসলাম,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা,
পৌর বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু, সাবেক কৃষক দলের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, সাবেক স্বেচ্ছা সেবক দলের সাধারণ সম্পাদক রেজাউল করিম বাবলু, সাবেক পৌর যুবদলের সদস্য সচিব মুকলেসুর রহমান সহ আরো অনেকে।