Breaking News
এপ্রিল ২০, ২০২৫

জীনামেজু টেকনিক্যাল ইন্সটিটিউট’র এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মুহাম্মদ এমরান
বান্দরবান

পার্বত্য বান্দরবান জেলার লামা উপজেলার একমাত্র টেকনিক্যাল ইন্সটিটিউট, জীনামেজু টেকনিক্যাল ইন্সটিটিউট’র এসএসসি (ভোকেশনাল) প্রথম ব্যাচ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধণা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) উপজেলার ০৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডে অবস্থিত জীনামেজু টেকনিক্যাল ইন্সটিটিউট’র দ্বিতীয় তলায় এ সংবর্ধণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জীনামেজু টেকনিক্যাল ইন্সটিটিউট’র প্রতিষ্ঠাতা উ. নন্দমালা থের’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লামা থানার অফিসার ইনচার্জ তোফাজ্জল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লামা প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া, মানবাধিকার কর্মী এম রুহুল আমিন, ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ সদস্য মংমেগ্য মার্মা, আনাই মার্মা সুমি, জমিদাতা মো. জসিম উদ্দিন ও মাহাবুবুর রহমান, ইয়াংছা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি জাহানারা আরজু, হায়দারনাশী গ্রামার স্কুলের অধ্যক্ষ ফরিদুল আলম বাবলু, সাঙ্গু মৌজার হেডম্যান চম্পট ম্রো।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জীনামেজু অনাথ আশ্রমের সাবেক ছাত্র অংক্যহ্লা মার্মা, পরীক্ষার্থী থপলেন খুমী, ডনাইট মার্মা ও ফতৈমা ত্রিপুরা ও মানপত্র পাঠ করেন মাক্যচিং মার্মা। প্রতিষ্ঠানের সুপারিনটেন্ডেন্ট মংচা মার্মা বলেন, জীনামেজু টেকনিক্যাল ইন্সটিটিউটটি ২০২০ সালে প্রতিষ্ঠিত হয়। প্রথম ব্যাচে ২৩ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ও বাঙ্গালী শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করতে যাচ্ছে। আশা করি পরীক্ষায় ভালো ফলাফলের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম বয়ে আনবেন এ শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের সভাপতি উ. নন্দমালা থের’র বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।