
এনায়েত করিম রাজিব
বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে এ,সি, লাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের মিলানায়তনে “আলোকিত মোরেলগঞ্জ-৮৫ ও অন্যান্য ব্যাচের সমন্বয়ে” শতবর্ষ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে অধ্যাপক জাকির হোসেন রিয়াজের সভাপতিত্বে ও এলামনাই এসোসিয়েশনের আহ্বায়ক এইচ, এম, সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক আব্দুস সালাম হাওলাদার, সহকারী সিনিয়র শিক্ষক মো. গিয়াস উদ্দিন সিকদার ও সিনিয়র সহকারী শিক্ষক মো. নুর হোসেন কে সম্মাননা প্রদান করা হয়। “আলোকিত সমাজ গড়তে আলোকিত মানুষ চাই।” এই প্রতিপাদ্য শ্লোগানের মাধ্যমে আগামী ডিসেম্বরে সবাইকে নিয়ে প্রতিষ্ঠানের শতবর্ষ উদযাপন করা হবে বলে ঘোষণা দেয়া হয়। সভায় বক্তারা তাঁদের অতীত স্মৃতি রোমন্থন করেন এবং আগামীর করনীয় বিষয়ে বিভিন্ন ব্যাচের প্রতিনিধিরা আলোচনায় করেন। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন এলামনাই এসোসিয়েশন আহ্বায়ক এইচ. এম. সাখাওয়াত হোসেন। স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক জাকির হোসেন রিয়াজ। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন আলোকিত মোরেলগঞ্জের সেক্রেটারি অধ্যাপক এম মাসুদুর রহমান, অধ্যাপক আল আমিন তালুকদার, মাষ্টার মঞ্জুরুল করিম, মাষ্টার সোহরাব হোসেন, মাষ্টার আবু জাফর, বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন হাওলাদার, বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম আনিস, বেপারী গিয়াস উদ্দিন বাদল, সাংবাদিক এইচ, এম, শহিদুল ইসলাম, ব্যবসায়ী শাহাদাৎ হোসেন, শামীম আহসান, কবি ও সাহিত্যিক মনিরুল ইসলাম মনির, প্রধান শিক্ষক এম, মোস্তাফিজুর রহমান, শিশির কুমার দাস, আবু জাফর সাদেক, এবাদুল ইসলাম, মাষ্টার আবু জাফর, আব্দুল্লাহ আল মারুফ (আরিফ), মিজানুর রহমান সাদিক, মারুফ হাসান ও এ,সি, লাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক প্রমুখ। সভা শেষে উপস্থিত সবাইকে আপ্যায়ন ও উপহার সামগ্রী প্রদান করা হয় এবং সবাই শতবর্ষ উদযাপনের শপথ গ্রহণ করেন।