Breaking News
জুলাই ২৯, ২০২৫

আমি কোন পথ চাই না জনগণের অধিকার ফিরে চাই সানোয়ার হোসেন ফুলিস্টপ

রিপোর্টার শরীফ মিয়া

জামালপুর দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নের গত ১৭ বছরের বারবার কারা নির্যাতিত নেতা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সানোয়ার হোসেন ফুলিস্টপ কে ২ এপ্রিল বুধবারে অন্যায় ভাবে দল থেকে অব্যাহতি দিয়ে মান ক্ষুন্ন করার জন্য সকাল থেকে বিকাল পর্যন্ত সারাদিন দেওয়ানগঞ্জ সকল জায়গায় মাইক দিয়ে ঘোষণা করা হয় অব্যাহতি দেওয়ার কারণ তাহার বক্তব্যে সকল কিছু উঠে এসেছে তিনি সব সময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন যেখানে অন্যায় পেয়েছে সেখানেই অন্যায়ের প্রতিবাদ করেছে বলে তাহার নামের সাথে যোগ করে ফুলিস্টপ বলে ডাকা হয় প্রকৃত নাম সানোয়ার হোসেন দল থেকে পোদের অব্যাহতি হলেও ফুলিস্টপ নামটি এখন পর্যন্ত অব্যাহতি হয়নি তবে মাইকে ঘোষণা সোনার মাত্রই সকল জনসাধারণ মেয়ে ছেলে সহ সকল মানুষ দিগলকান্দি বাজারে এই প্রতিবাদে মিলিত হয়ে দেখিয়ে দিল সানোয়ার হোসেন ফুলিস্টপ সবার কাছে একজন ভালো মনের মানুষ ওনিতি বান দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নে সকল জনতার কথা এই অব্যাহতি মানিনা মানবো না

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *