Breaking News
জুলাই ২৮, ২০২৫

‎ভোলার দৌলতখানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা



‎ভোলা প্রতিনিধি!!
‎ভোলা দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে  তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে  সন্ত্রাসী হামলায় ৭ জন আহত হয়েছেন। ৩১ মার্চ রোজ সোমবার সন্ধ্যা ৭টির দিকে এই ঘটনা ঘটে ।

‎এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোসাঃ মনি বেগম(৩৫), মোঃ সাগর(২০), দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং
‎মোঃ এমরান,  শরীফ উদ্দিন, মাসিম, রাব্বি, রুনু বেগমসহ আহত ব্যক্তির দৌলতখান উপজেলার  স্বাস্থ্য কমপ্লেক্সে   প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

‎স্থানীয়  প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান ইদ্রিস মালের নেতৃত্বে  বে-আইনী জনতাবদ্বে দেশি অস্ত্র সজ্জিত হইয়া হত্যার উদ্দেশ্যে  মনি বেগমকে  মাথায় আঘাত করে ও উপরোক্ত ব্যক্তিদের ওপর এলোপাথারি হামলা চালায় মোবাইল ও নগদ টাকা ছিনতাই করে নিয়ে যায়। পরে স্থানীয়  লোকজন ঘটনাস্থলে এসে আহতদের  উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।  এ ঘটনায় দৌলতখান থানায় লিখিত অভিযোগ  দায়ের করা হয়।

‎এবিষয়ে তদন্তকারী কর্মকর্তা  ঘটনাস্থল পরিদর্শক পরিদর্শন করেছেন ও প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছেন।

‎দৌলতখান থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান জানান, ‘এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *