শরিফ মিয়া স্টাফ রিপোর্টার
জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইসলামপুর পৌর শহরের ৪ নং ওয়ার্ড বিএনপি উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার ভিত্তিতে সাম্য ও মানবিক রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়, ২৭ মার্চ বৃহস্পতিবার সন্ধায় রেলস্টেশন এলাকায় ইফতার মাহফিলের আয়োজন করা হয়।উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল ইসলাম (নবাব) বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর বিএনপি সুযোগ্য সাধারণ সম্পাদক জাকির হোসেন, আরো উপস্থিত ছিলেন পনির আহম্মেদ
যুগ্ম-আহবায়ক ইসলামপুর উপজেলা সেচ্ছাসেবক দল, সহ-সাংগঠনিক সম্পাদক, জামালপুর জেলা ছাত্রদল পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হক সহ উপস্থিত ছিলেন রাজা মন্ডল সভাপতি ৫ নং ওয়ার্ড। রঞ্জু সাধারণ সম্পাদক৫ নং ওয়ার্ড । হেলাল সরর্দার সভাপতি ৬ নং ওয়ার্ড।মোঃ সন্দিব ইসলাম ক্রিয়া ও সাংস্কৃতিক বিষয় সম্পাদক পৌর বিএনপি,মিঠুন মিয়া আহবায়ক বাংলাদেশ জাতীয় বাদী ছাত্রদল ইসলামপুর সরকারি কলেজ শাখা। মোঃ দেলোয়ার হোসেন ( দুলু) সিনিয়র যুগ্ন আহব্বায়ক স্বেচ্ছাসেবক দল ইসলামপুর পৌর শাখা। উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং ৪ নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ । উক্ত আয়োজনে সভাপতিত্ব করেন ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জনাব মো:ফুলু শেখ,এসময় পৌরসভা ও ওয়ার্ড বিএনপির স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন প্রধান অতিথির বক্তব্য বলেন হাসিনাকে দেশছাড়া করেছে। তবে আমাদের বিএনপি কখনোই সন্ত্রাস, চাঁদাবাজ, জুলুমের রাজনীতি করেনি এবং সামনেও করবে না।’
তিনি আরো বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো নতুন করে বাস্তবায়নে যে ৩১ দফা দাবি জনগণের কাছে পেশ করেছেন, সেই ৩১ দফা বাস্তবায়নে যে উদ্যোগ নিয়েছেন, যে পরিকল্পনা নিয়েছেন তা বাস্তবায়নে দেশের সাধারণ মানুষের ভবিষ্যৎ সুন্দর করার লক্ষ্যে যে দিকনির্দেশনা দেবেন আমরা তা ঐক্যবদ্ধ হয়ে পালন করার চেষ্টা করব।’বিশেষ অতিথি বক্তব্য বলেন, 'ভোটের মাঠে বিএনপির প্রতি মানুষের আস্থা থাকলেও জনগণের কল্যাণে এখন থেকেই সকলকে মাঠে নামতে হবে। দেশের ইতিবাচক পরিবর্তন আনতে এবং ৩১ দফা বাস্তবায়নের জন্য দলীয় নেতা-কর্মীদের এখনই প্রস্তুতি গ্রহণের পাশাপাশি মানসিকতায় ইতিবাচক পরিবর্তন আনতে হবে।শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ তাঁর পরিবারের সদস্যদের এবং দেশবাসীর মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।