Breaking News
জুলাই ২৮, ২০২৫

গলাচিপা ৩ টি দোকান পুড়ে ৫০ লক্ষ টাকার ক্ষতি

পটুয়াখালী জেলা প্রতিনিধি

গলাচিপার তিনটি মুদি দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটছে। শুক্রবার ভোর ৫ টার সময় গলাচিপা পৌর শহরের কৃষি ব্যাংক রোডে এ ঘটনা ঘটে। তাৎক্ষনিক ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনা স্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
এ ঘটনায় মোজাফফর খন্দকার(৬৫), রবি পাল(৪০) ও শাহ আলী(৪০) দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে মোজাফফর খন্দকার ও তার স্ত্রী কহিনুর বেগম আহত হয়েছে। তাদেরকে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে চিকনিকান্দির সুতাবাড়িয়া এলাকার বাসুদেব দাসের ঘরে রাত আনুমানিক আড়াইটার সময় আগুন লাগে। এতে ঘর ও ঘরের পাশের গোয়াল ঘর পুড়ে যায়। এ সময় আগুনে পুড়ে দুইটি গরু মারা গেছে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
গলাচিপা ফায়ার সার্ভিস স্টেশন সাব অফিসার কামাল হোসেন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে দোকানে আগুনের সূত্রপাত ঘটেছে। এ ঘটনায় প্রায় ৫০লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *