
আঃ হামিদ মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধিঃ
জাতীয় নাগরিক পার্টি( এনসিপি)র কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্যসংগঠক ( উত্তরাঞ্চল)অলিক মৃ তার নিজ এলাকা টাঙ্গাইলের মধুপুরে আগমন উপলক্ষে তাকে ফুলেল সংবর্ধনা ও মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন মধুপুরের নাগরিক পার্টির নেতা কর্মীরা। সোমবার (১০ মার্চ) দুপুরে দলীয়নেতা হিসেবে নিজ এলাকা মধুপুরে প্রথম আগমন উপলক্ষে ছাত্র জনতার পক্ষ থেকে ফুলেল শুভেচছাও দেয়া হয় তাকে। মধুপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা আলোকদিয়া ইউনিয়নের গাঙ্গাইর আহাম্মদ আলী মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের প্রবেশমুখে তাকে ফুল দিয়ে বরণ করে নেন নেতাকর্মীরা। সেখান থেকে তার বহনকৃত গাড়ীর সাথে মোটরসাইকেল শোভাযাত্রায অংশ নেন নেতাকর্মীরা। শোভাযাত্রা করে নেতাকর্মীরা তাকে উপজেলার মমিনপুর তার নিজ বাড়িতে নিয়ে যায। নেতা তার বাসভবনে পৌঁছে সংক্ষিপ্ত সমাবেশ করেন। এসময় অলিক মৃ উপস্থিত ছাত্র জনতার উদ্দেশ্যে নুতনদল এনসিপি’র বর্তমান এবং ভবিষ্যৎ পরিকল্পনা নতুন করে দেশগঠনে তাদের চলমান কার্যক্রম নিয়ে বক্তব্য দেন। এসময় শোভাযাত্রার নেতৃত্ব দেন সেলিম হোসেন, শিবলী সাদিক, মীর সোহেল, সবুজ মিয়া।
ছাত্র প্রতিনিধি জিয়াদ হাসান জীম, সুমন ,টিএ নাইম, সিয়াম পিয়াস, মৃদুল, মাজহারুল, আলিফ, বর্ষন , সি আর এক্স সিয়াম ছাড়াও জুলাই আন্দোলনের সম্মুখ যুদ্ধারা।