Breaking News
মার্চ ১৪, ২০২৫

৩০ বছর আগে স্বামী হারা সোহাগীর কপালে জুটলো না বিধবা ভাতার কার্ড

শরিফ মিয়া স্টাফ রিপোর্ট

জামালপুর ইসলামপুরে পার্থশী ইউনিয়নে পূর্ব হারিয়াবাড়ী গ্রামে ৩০ বছর আগে স্বামী হারা অসহায় সোহাগী বেগম। এক কন্যার জননী মেয়েকে বিয়ে দিয়ার পর মানুষের বাড়ি বাড়ি কাজ করে দিন চলিতেছে। মানুষের ব্যবহারিত শাড়ি পরে খেয়ে না খেয়ে কখনো হোটেলে কখনো মানুষের বাড়িতে কখনো মাঠে কাজ করে বর্গা ছাগল লালন পালন করে খুব কষ্টে জীবিকা উপার্জন করে দিন পাত চলিতেছে। দেখার যেন কেউ নেই তার নামে এখনো মিলেনি বিধবা ভাতার কার্ড নাই কোন পানির ব্যবস্থা অন্যের বাড়ি থেকে পানি এনে খেতে হয় তার। প্রশাসনের সুদৃষ্টি কামনা করছে অসহায় সোহাগী বেগম।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।