Breaking News
এপ্রিল ২৮, ২০২৫

জাতীয় সংগীতকে ব্যাঙ্গ ও মাননীয় প্রধান উপদেষ্টাকে নিয়ে কটুক্তি মূলক ভিডিও টিকটকের মাধ্যমে ছড়িয়ে দেওয়ায় ১ জন গ্রেফতার

মো:মাইনুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানাধীন সন্তোষপুর ইউনিয়নের গোপালপুর ঝান্ডারের মোড় এলাকার পতিত ফ্যসিস্ট সন্তোষপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড যুবলীগের সক্রিয় সদস্য মোঃ আলম মিয়া গত ৩/৪ দিন আগে তার টিকটক আইডিতে বাংলাদেশের জাতীয় সংগীতকে ব্যাঙ্গ করে ও মাননীয় প্রধান উপদেষ্টা ও দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উস্কানি ও কটুক্তি মূলক ভিডিও ছড়িয়ে দেওয়ায় তাৎক্ষণিকভাবে নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে ফ্যাসিস্ট আলম মিয়াকে অদ্য ১৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ রাত আনুমানিক ০৯:০০ ঘটিকায় গ্রেফতার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার ও ডিআইও-১ মোঃ আলমগীর হোসেন বলেন দেশের বর্তমান পরিস্থিতি ও মাননীয় প্রধান উপদেষ্টা সম্পর্কে কটুক্তি ও উস্কানিমূলক ভিডিও ছড়িয়ে দিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করে আসছিলো গ্রেফতারকৃত ফ্যাসিস্ট আলম মিয়া। পরবর্তীতে কুড়িগ্রাম জেলা পুলিশের তাৎক্ষনিক তৎপরতায় উক্ত ফ্যাসিস্টকে গ্রেফতার করতে সক্ষম হয় নাগেশ্বরী থানা পুলিশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।