Breaking News
মার্চ ১৩, ২০২৫

অসহায় খফছের ও তার স্ত্রী শিল্পির বেগমের পাশে দাঁড়ালেন রক্ত সৈনিক টিম

শরীফ মিয়া স্টাফ রিপোর্টার

মানবতার অনন্য দৃষ্টান্ত: বাগ ও শ্রবণপ্রতিবন্ধী দম্পতির পাশে রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন ইসলামপুর উপজেলা শাখা।
জীবন কখনো কখনো এমন কঠিন হয়ে ওঠে যে, তা একা সামলানো অসম্ভব হয়ে পড়ে। জামালপুর জেলার ইসলামপুর উপজেলার টংগের আগলা উত্তর পাড়ার এক ছোট্ট ঝুপড়ি ঘরে বসবাস করেন এক অসহায় দম্পতি। স্ত্রী বাগপ্রতিবন্ধী, তাছাড়া ভাঙা পায়ে কষ্ট করে খুঁড়িয়ে হাঁটেন। অন্যদিকে, স্বামীও বাগ ও শ্রবণপ্রতিবন্ধী, অসুস্থ শরীর নিয়ে বিছানায় পড়ে আছেন, কিন্তু পরিচর্যার অভাবে দিন দিন আরও কষ্টকর হয়ে উঠছে তার জীবন। দেখাশোনার মতো পাশে কেউ নেই।
এই অসহায় অবস্থার চিত্র প্রথমে উঠে আসে শরীফ প্রেস নামক সংবাদ চ্যানেলের মাধ্যমে। এরপর একে একে নাগরিক টিভিসহ অন্যান্য গণমাধ্যমও এ বিষয়টি তুলে ধরে। সংবাদ দেখে দ্রুত এগিয়ে আসে রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন ইসলামপুর উপজেলা শাখার টিম। মানবতার হাত বাড়িয়ে তারা খাবার সামগ্রী ও শীতের তীব্রতা থেকে রক্ষার জন্য দুটি কম্বল উপহার নিয়ে ছুটে যান সেই দম্পতির দোরগোড়ায়।
এই উদ্যোগে ব্লাড ফাইটার ফর হিউম্যানিটি স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম-এর সহায়তায় সংগৃহীত দুটি কম্বল তুলে দেওয়া হয় তাদের হাতে। অসহায় এই মানুষগুলোর কষ্ট কিছুটা লাঘবের আশায় রক্তসৈনিক টিম তাদের আশ্বাস দেন—এই মানবিক সহায়তা একদিনের জন্য নয়, বরং ভবিষ্যতেও তাদের পাশে থেকে সর্বদা সহায়তা করবেন।
এই দম্পতির জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি। মানবতার এমন চর্চা সমাজকে এগিয়ে নিয়ে যাবে আরও এক ধাপ সামনে। রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন ইসলামপুর উপজেলা টিম সর্বদা তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে এবং আগামীতেও এই অসহায় মানুষগুলোর প্রতি সহানুভূতির হাত বাড়িয়ে দেবে।
মানবতা বেঁচে থাকুক, ভালোবাসা ছড়িয়ে পড়ুক।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।