
আঃ হামিদ মধুপুর( টাঙ্গাইল)প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে উপজেলা প্রেসক্লাব ও ঘাটাইল প্রেসক্লাবের যৌথ উদ্যোগে গণমাধ্যম কর্মীদের মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ ফেব্রয়ারী) দিনব্যাপী মধুপুরের ঐতিহ্যবাহী দোখলা মাঠে উভয় ক্লাবের গণমাধ্যম কর্মীদের উপস্হিতিতে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। সকাল হতেই এ মিলন মেলায় বাস, প্রাইভেট কার,মোটর সাইকেল যোগে পরিবার পরিজন নিয়ে উপস্থিত হতে থাকেন। দুপুরের মধ্যেই পুরোমাঠ গণমাধ্যম কর্মীদের মিলন মেলায় পরিনত হয়। সকাল হতেই লাকী কুপন সংগ্রহ ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে যায়। এক মনোরম পরিবেশে দুপুরের খাবার শেষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গণমাধ্যম কর্মীদের এ মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো.জুবায়ের হোসেন,। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর থানা অফিসার ইনচার্জ এমরানুল কবির,মধুপুর উপজেলা সমাজ সেবা অফিসার মো. মোস্তফা হোসাইন, মধুপুর উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা ডা.মো. আঃ রহিম,। এসময় উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক বাবুল রানা, ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি খান ফজলুর রহমান, সাধারণ সম্পাদক সহ উভয় ক্লাবের সাংবাদিকগন সহ পরিবারের লোকজন উপস্থিত ছিলেন। সন্ধায় লাকী কুপন ড্র অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ শেষে উপজেলা প্রেসক্লাবের সভাপতি আঃ হামিদ ও ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি খান মো. ফজলুর রেহমান অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন। এসময় তারা বলেন প্রতিবছরই গণমাধ্যম কর্মীদের এধরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।