Breaking News
মার্চ ১৩, ২০২৫

বাকেরগঞ্জ বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ফরম বিতরণ অনুষ্ঠিত

এম এইচ কামাল বাকেরগঞ্জ

বাকেরগঞ্জ উপজেলা ১৩ নং পাদ্রীশিবপুর ইউনিয়নে বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ফরম বিতরণ শুরু হয়েছে। ১০ ফেব্রুয়ারি সোমবার বিকেল পাঁচটায় পাদ্রী শিবপুর ৫ নং ওয়ার্ড হাশিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সাইক্লোন সেন্টার হলরুমে আনুষ্ঠানিকভাবে ফরম বিতরণ শুরু হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড.রেজাউল হক (ফরিদ) আহবায়ক ১৩ নং পদ্মীপুর ইউনিয়ন বিএনপি, বিশেষ অতিথি, এনায়েত হোসেন খান (দিপু) আহবায়ক বাকেরগঞ্জ উপজেলা যুবদল,
মোঃ হারুন খান যুগ্ন আহবায়ক পাদ্রি শিবপুর ইউনিয়ন বিএনপি, মো: ফারুক মৃধা,যুগ্ন আহবায়ক পাদ্রি শিবপুর ইউনিয় বিএনপি, সবায় সভাপতিত্ব করেন মামুনুল ইসলাম মোল্লা, সদস্য সচিব পাদ্রি শিবপুর ইউনিয়ন বিএনপি।

তবে বিগত সময়ে যারা বিভিন্ন কারণে দল থেকে বহিষ্কার হয়েছেন, অব্যাহতি পেয়েছেন তারা কেউই বিএনপির সদস্যপদ নবায়ন করতে পারবেন না।

বাকেরগঞ্জ উপজেলা ১৩ নং পাদ্রিশিবপুর ইউনিয়ন বিএনপি সদস্য নবায়ন ফরম বিতরণ কার্য ক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রদান অতিথি ড. রেজাউল হক (ফরিদ) এমনটাই জানিয়েছেন

তিনি বলেন বাকেরগঞ্জ উপজেলা পাদ্রি শিবপুর ইউনিয়নে
যদিও তাদের বিএনপির সদস্যপদ ছিল। কিন্তু দল যখন বহিষ্কার করেছে তখন সব পর্যায়ের পদ থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। তারা এখন প্রাথমিক সদস্যপদ নিতে পারবেন না।

ইউনিয়নের নেতাকর্মীদের ফরম বিতরণে সতর্ক থাকার আহ্বান জানিয়ে রেজাউল হক ফরিদ বলেন আমরা শুনতে পাই নানাদিক থেকে, নানাভাবে আওয়ামী ফ্যাসিবাদী কীটপতঙ্গ বিএনপিতে ঢুকতে চেষ্টা করছে। এই কীটপতঙ্গরা যেন ঢুকতে না পারে এজন্য সদস্য নবায়ন মনিটরিং টিম গঠন করা হয়েছে

উপদেষ্টা, ডাক্তার রেজাউল হক ফরিদ মোঃ মামুন ইসলাম মোল্লা, হারুন খান, দুলাল হাওলাদার, মোজাম্মেল হোসেন খান বাবলু, লুৎফর আকন।

আহবায়ক ফারুক মৃধা, সদস্য সচিব জহিরুল জমাদ্দার, সদস্য মোঃ রুম্মান মোল্লা, শাহিন খান, শ্রী সুনীল চন্দ্র মাস্টার, হাসান মৃধা, দুলাল হাওলাদার, মাহবুব হোসেন, শিউলি গোমজ,

তিনি বলেন, নানা ছোট ঘটনা অথবা ঘটনাও না সেটা নিয়েও বিএনপিকে নানাভাবে কলঙ্কিত করার চেষ্টা চলছে। ফ্যাসিবাদের দোসররা তো প্রশাসনে, পুলিশে নানা জায়গা থেকেই তারা কাজ করছেন। সেজন্য আমরা যেন আমাদের রাজনৈতিক কার্যক্রম স্বচ্ছ রাখতে পারি, দোসররা ঢুকতে না পারে, অপপ্রচার যেন করতে না পারে, সেজন্য এই নবায়ন কার্যক্রম খুবই গুরুত্বপূর্ণ।

এ সময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি ও যুবদল ছাত্রদল শ্রমিকদল প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।