Breaking News
মার্চ ১৫, ২০২৫

অর্জুনডারা যুব সমাজ এর উদ্যোগে ফাইনাল, এ,পি, এল,ক্রিকেট টুর্ণামেন্ট খেলার আয়োজন

মোঃ মাইনুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

উলিপুর উপজেলার আনন্দবাজার এম, এম, বি, বিক্স ইটভাটা মাটে অর্জুনডারা যুব সমাজ এর উদ্যোগে, এ,পি এল,ক্রিকেট খেলার আয়োজন করা হয়।

সোমবার দুপুর ৪,ঘটিকার সময় আনন্দবাজার এম, এম, বি,বিক্স ইটভাটার মাটে ফাইনাল এ, পি এল, ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়।গাঞ্জাই বাড়ি স্পোর্টিং ক্লাব বনাম বালাকান্দি সবুজ পাড়া স্পোটিং ক্লাব। মো:আব্দুল মোত্তালিব সরকার খেলাটি উদ্বোধন করেন।

টসে জিতে গাঞ্জাই বাড়ি স্পোটিং ক্লাব বনাম বালাকান্দি স্পোর্টিং ক্লাব
টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় গাঞ্জাই বাড়ি স্পোর্টিং ক্লাব। ১০,ওভার সংগ্রহে করে ৫৭, রান /১০ ইউকেট বিরতির পর মাঠে নামে বালাকান্দি সবুজ পাড়া ৭,ওভার ৩ বলে ৬১ তুলে ৬,টি ইউকেট হাতে রেখে জয় তুলে নেয় বালাকান্দি সবুজ পাড়া স্পোর্টিং ক্লাব।
প্রধান অতিথী:বিশিষ্ট সমাজ সেবক ও যুব সমাজের আইডল মোঃ সাব্বির আহাম্মেদ (বুলেট)

উপস্থিত ছিলেন= কুড়ীগ্রাম আইনজীবি সমিতির ও ঢাকা ফোরাম বার ইউনিটের সদস্য এডভোকেট মোঃ কাজিউল ইসলাম (কাজল)বিশেষ অতিথী: হিসাবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী মোঃ সাইদুল ইসলাম দিশির, বিশিষ্ট ব্যবসারী মোঃ মামুন সরকার,এম.এম.বি. বিক্রস, ইট ভাটা ম্যানেজার ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল দুর্গাপুর ইউনিয়ন বিএনপি সিনিয়র যুগ্নু আহ্বায়ক,,জনাব মোঃ আব্দুল মোত্তালিব সরকার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দুর্গাপুর ইউনিয়ন যুবদলের ৩ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক।মো: আবু লোকমান জুয়েল,দুর্গাপুর ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক।মোঃ রেজাউল ইসলাম রেজা,মো: মামুন সরকার ও লিটন সরকার এর আয়োজনে: অর্জুনডারা যুব সমাজ উপস্থিত ছিলেন। তারা সকলেই উভয় দলের খেলোয়াড়দের পরিচিতি হন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।