
শরিফ মিয়া স্টাফ রিপোর্টার
মানবতার সেবায় নিবেদিত জামাল পুর ইসলামপুর রক্তসৈনিক টিম আবারও প্রমাণ করল, অসহায়দের পাশে দাঁড়ানোই তাদের প্রধান লক্ষ্য। সম্প্রতি “শরীফ প্রেস” নামক একটি ফেসবুক পেজে প্রকাশিত প্রতিবেদনে ইসলামপুর ধর্মকুড়া আলিম মাদ্রাসার গেট সংলগ্ন অসহায় ছাবিদনের করুণ অবস্থার কথা উঠে আসে।
প্রায় এক বছর আগে রক্তসৈনিক টিম ছাবিদনের পাশে দাঁড়িয়ে তার খোঁজ-খবর নিয়েছিল। সেসময় তার জীবনযাত্রা কিছুটা ভালো থাকলেও, বর্তমান প্রতিবেদনে তার দুর্দশার চিত্র তুলে ধরা হয়। এটি নজরে আসার পর, রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের ইসলামপুর উপজেলা টিম দ্রুত সিদ্ধান্ত নিয়ে এক সপ্তাহের খাদ্য সামগ্রী নিয়ে ছাবিদনের দোয়ারে হাজির হয়।
মানবতার আহ্বান:
প্রিয় ইসলামপুরবাসী, আসুন আমরা সবাই যার যার জায়গা থেকে এ ধরনের অসহায় মানুষের পাশে দাঁড়াই। আপনারা চাইলে রক্তসৈনিক টিমের মাধ্যমে তাদের সহযোগিতা করতে পারেন অথবা সরাসরি তাদের পাশে গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন।
এ পৃথিবীতে মানবতার সেবাই সবচেয়ে বড় কাজ। আসুন, একসঙ্গে কাজ করে সমাজের এসব অসহায় মানুষের মুখে হাসি ফোটাই।