মুহাম্মদ এমরান
বান্দরবান
জীনামেজু টেকনিক্যাল ইনস্টিটিউট প্রটেকশন ওয়াল,আসবাবপত্রের সরবরাহ, রাস্তার নির্মাণ ভিত্তি প্রস্থর স্থাপন ও জীনামেজু অনাথ আশ্রম পরিদর্শন করেন অধ্যাপক থানজামা লুসাই চেয়ারম্যান, জেলা পরিষদ, বান্দরবান পার্বত্য জেলা।
বুধবার ২২ জানুয়ারী সকাল ১০ ঘটিকায় বান্দরবানের লামা উপজেলাধীন ০৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা জীনামেজু অনাথ আশ্রমের অনাথ শিশুদের মাঝে বান্দরবান জেলা পরিষদের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
অধ্যাপক থানজামা লুসাই,চেয়ারম্যান, বান্দরবান জেলা পরিষদ। মোহাম্মদ নজরুল ইসলাম,মুখ্য নির্বাহী কর্মকর্তা, বান্দরবান জেলা পরিষদ।
এসময় আরো উপস্থিত ছিলেন,বান্দরবান জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিমন,এ্যাডভোকেট উবাথোয়াই মার্মা,মং এ চিং চাক,উম চিং মার্মা,খুরশিদা ইসহাক,এ্যাডভোকেট মাধবী মার্মা, ম্যা ম্যা নু,লামা উপজেলা নির্বাহী অফিসার রূপায়ন দেব,মানবাধিকার কর্মী রুহুল আমিন,০৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকের হোসেন মজুমদার, ইউপি সদস্য আপ্রুসিং মার্মা,মংমেগ্য মার্মা,সাংবাদিকসহ প্রমুখ।
জীনামেজু অনাথ আশ্রমের অনাথ শিশুদের মাঝে কম্বল বিতরণ শেষে
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক থানজামা লুসাই জীনামেজু অনাথ আশ্রমের মহা পরিচালক উঃ নন্দমালা থের এর প্রসংশা করে বলেন, উনি বাংলা কম জানলেও কোনকিছু বাদ রাখেননি। উনি যে এ দূর্গম পাহাড়ি এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে তা প্রশংসার দাবিদার। বান্দরবান জেলা পরিষদ সবসময় পাহাড়ি বাঙালী সকল সম্প্রদায়ের পাশে আছে। এই অনাথ আশ্রমে আমরা সবসময় পাশে আছি এবং থাকবো। সর্বশেষ জীনামেজু অনাথ আশ্রমের মহা পরিচালক উঃ নন্দমালা থের'কে বান্দরবান জেলা পরিষদের পক্ষ থেকে পুরস্কৃত করবেন বলে বক্তব্য শেষ করেন।