এনায়েত করিম রাজিব
বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে শীতার্ত মানুষের জন্য মানবিক উদ্যোগ নিয়ে ঢাকা থেকে এগিয়ে এসেছে সামাজিক সংগঠন ঊম্মাহ এইড নেটওয়ার্ক। শনিবার (১৮ জানুয়ারি) বিকেল ৩টায় হোগলাবুনিয়া পশ্চিম সানকিভাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতাধিক শীতার্ত মানুষের মাঝে উষ্ণ কম্বল, টুপি এবং শীতের চাদর বিতরণ করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওবাইদুল করিম এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন তানবিন রায়হান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঊম্মাহ এইড নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা সদস্য মো.আলাউদ্দিন মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড মেম্বার অমিত মাহমুদ।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মো. রফিকুল ইসলাম,মো. রিয়াজুল ইসলাম, রেজাউল করিম, আব্দুর রহিম, মো. ইলিয়াস মোল্লা, উপজেলা প্রেস ক্লাব সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শামিম আহসান মল্লিক ও স্হানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে মো. আলাউদ্দিন মজুমদার বলেন, “শীতার্তদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা চেষ্টা করেছি এই উদ্যোগের মাধ্যমে তাদের কষ্ট কিছুটা কমিয়ে আনতে।
উল্লেখ্য, ঊম্মাহ এইড নেটওয়ার্ক ২০২৪ সালে ফেনীর ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ বিতরণ, নিরাপদ পানির জন্য গভীর নলকূপ স্থাপনসহ অসহায় ও দরিদ্র মানুষের জন্য দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। তাদের কর্মসূচির মধ্যে শীতবস্ত্র বিতরণ ছাড়াও রয়েছে খাদ্য সামগ্রী বিতরণ, চিকিৎসা সেবা প্রদান এবং শিক্ষা সহায়তা।
সংগঠনটির এই উদ্যোগে স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসিত হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।