Breaking News
জানুয়ারি ২২, ২০২৫

ধনবাড়িতে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে দোয়া ও জনসভা অনুষ্ঠিত

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার ভাইঘাট উচ্চ বিদ্যালয় মাঠে  বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনে নিহত ও  আহতদের স্মরণে দোয়া মাহফিল ও জনসভা অনুষ্ঠিত হয়ছে। 

 শনিবার (১৮ জানুয়ারি) বিকেল ৪ টায় ধনবাড়ি ও মধুপুর উপজেলা বিএনপির যৌথ আয়োজনে ভাইঘাট উচ্চ বিদ্যালয় মাঠে ও অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  

ধনবাড়ী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আয়েন উদ্দিন এর  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির  জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মোহাম্মদ আলী, 

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক  বিএনপি নেতা বিশিষ্ঠ  ব্যবসায়ী আলহাজ আনোয়ার হোসেন, ধনবাড়ী উপজেলা বিএনপি সাবেক সভাপতি অধ্যাপক মো.রেজাউল হক,ধনবাড়ী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ খলিলুর রহমান, ধনবাড়ী উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি

অধ্যাপক মোঃ আব্দুল আজিজ, মির্জাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মধুপুর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি   আব্দুল মালেক, ধনবাড়ী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক আশরাফ হোসেন, মধুপুর উপজেলা বিএনপির সাবেক  সাংগঠনিক সম্পাদক ও গোলাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক  চেয়ারম্যান হুমায়ুন কবির তালুকদার, মধুপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জয়নাল আবেদীন বাবলু, মধুপুর উপজেলা বিএনপি সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সরকার, মধুপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না,  সাবেক যুবদল সদস্য (ঢাকা উত্তর) জাহাঙ্গীর আলম সহ  মধুপুর ও  ধনবাড়ি উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।  এসময় মধুপুর ও ধনবাড়ী উপজেলা বিএনপি,  যুবদল,ছাত্র দল সহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের হাজার, হাজার  নেতা কর্মী  উপস্থিত ছিলেন।  

জনসভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মোহাম্মদ আলী বলেন, ছাত্র- জনতার আন্দলনে স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে৷ এখনো তাদের পেতাত্বারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করবে৷ এসব ষড়যন্ত্র আমাদের রুখে দিতে হবে৷

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।