Breaking News
জানুয়ারি ২৩, ২০২৫

আলীকদমে বাইক-ডাম্পার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত

মুহাম্মদ এমরান
বান্দরবান

বান্দরবা‌নের আলীকদমে বাইক-ডাম্পার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে।
শ‌নিবার(১৮ জানুয়ারি)দুপু‌রে ২নং চৈক্ষং ইউনিয়নের তারাব‌নিয়ার চারা বটতলী নামক স্থানে এ দূর্ঘটনা ঘ‌টে। ডাম্পারের (মি‌নি ট্রাক) ধাক্কায় ঘটনাস্থলেই মোটরসাইকেলের তিন আরোহী নিহত হ‌য়।

নিহ‌ত‌রা হলেন,মো: বেলাল (৩০),পিতা; মাশুক আহমদ,সাং- নাছির চেয়ারম্যান পাড়া, ২ নং ওয়ার্ড,মিনহাজ (১৮), পিতা,মিন্টু,সাং- বাজার পাড়া, ২নং ওয়ার্ড,মো: সৈয়দ আমিন (৪৫),পিতা: অজ্ঞাত, সাং- মনু মিস্ত্রির কলোনী, নাছির চেয়ারম্যান পাড়া, ১নং আলীকদম ইউনিয়ন,আলীকদম, বান্দরবান পার্বত্য জেলা।

পু‌লিশ ও স্থানীয়রা জানায়, আলীকদম থে‌কে এক‌টি ডাম্পার (মি‌নি ট্রাক) কক্সবাজা‌রের চক‌রিয়ায় যা‌চ্ছিল। অপরদি‌ক থে‌কে এক‌টি মোটরসাইকেলে তিনজন আলীকদ‌মের দি‌কে আস‌ছিল। এ সময় তারাব‌ুনিয়ায়-চারা বটতলী এলাকায় পৌঁছা‌লে ডাম্পারটি (মি‌নি ট্রাক) মোটরসাইকে‌লটিকে সামনে থেকে ধাক্কা দিলে ঘটনাস্থ‌লে‌ই মোটরসাইকে‌লে থাকা তিন আরোহীর মৃত‌্যু হয়।

এ বিষয়ে ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জ‌হির উদ্দিন ব‌লেন, দুর্ঘটনার খবর শু‌নে‌ছি। ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়েছে। ঘাতক ট্রাক‌টি জব্দ করা হ‌য়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।