মুহাম্মদ এমরান
বান্দরবান
বান্দরবানের লামা থানাধীন ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়ন এর ০৯নং ওয়ার্ডস্থ ইয়াংছা চেক পোস্টে গাড়ী তল্লাশি চালিয়ে অস্ত্রসহ এ যুবককে আটক করা হয়।
১৫ জানুয়ারী ২০২৫ইং বুধবার ২:৩০ ঘটিকায় ইয়াংছা চেকপোস্টে সেনাবাহিনী, পুলিশ ও আনসার বাহিনী বিভিন্ন গাড়ী তল্লাশী করার সময় মংলাও মারমা (২১) নামের একজনকে ইয়াংছা চেক পোষ্ট এর সামনে দিয়ে পায়ে হেঁটে যাওয়ার সময় কর্মরত যৌথবাহিনী তাকে একটি এক নলা বিশিষ্ট দেশীয় তৈরী বন্দুক সহ আটক করেন।
আটককৃত মংলাও মারমা (২১), উপজেলার ০৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়নের ০১ নং ওয়ার্ড সাপেরঘাট এলাকার কেওযাই প্রো মারমা ও চাইলামী মারমার ছেলে।
উক্ত সংবাদের ভিত্তিতে মামলার বাদী এসআই (নিঃ) জামিল আহমদ ১৫/০১/২০২৫ইং তারিখ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ০৩:১০ ঘটিকার সময় ঘটনাস্থলে উপস্থিত হইলে আসামীকে একনলা বন্দুকসহ ধৃত অবস্থায় দেখতে পান।
এসআই জামিল আহমদ সাক্ষীদের উপস্থিতিতে ০১ (একটি) এক নলা বিশিষ্ট দেশীয় তৈরী বন্দুক, যাঁর সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য ৫৮ ইঞ্চি জব্দ তালিকা মূলে জব্দ করেন। অস্ত্র উদ্ধারের বিষয়ে এসআই জামিল আহমদ বাদী হয়ে গ্রেফতারকৃত আসামী মংলাও মারমা (২১) এর বিরুদ্ধে এজাহার দায়ের করে লামা থানার মামলা নং-০৬, তারিখ- ১৬/০১/২০২৫খ্রি. ধারা- The Arms Act, 1878 এর 19A ধারা রুজু করা হয়।