নবীন শিল্পী তৃপ্তি খান। গাজীপুরের ষড়জ সংগীত একাডিতে তার গানের হাতেখড়ি। নিয়মিত স্টেজ শোও করেন তিনি। নতুন খবর হচ্ছে- এই প্রথম দুইটি মৌলিক গান নিয়ে আসছেন এ গায়িকা।
‘সোনা বন্ধু’ ও ‘মনটা আমার’ শিরোনামে ফোক ঘরনার এ দুটি গান লিখেছেন সাইফুল বারী। সুর ও সংগীত আয়োজন করেছেন জনপ্রিয় কম্পোজার জিয়া খান।
ইতোমধ্যে রাজধানীর দিয়াবাড়িতে গান দুটির ভিডিও নির্মাণ করা হয়েছে। ভিডিও নির্মাণ করেছেন এসএম কারিম। এতে অভিনয় করেছেন- সাফি খান, ডেইজি ও জান্নাত।
গানগুলো শিগগিরই দেশের স্বনামধন্য মিউজিক কোম্পানীর ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হবে বলে জানা গেছে।
গান প্রসঙ্গে তৃপ্তী বলেন, আমার স্বামী মনজুর আলমের উৎসাহে গানগুলো করতে পেরেছি। গান দুটির কথা ও সুর খুবই সুন্দর। গীতিকার ও সুরকারের প্রতি কৃতজ্ঞরা প্রকাশ করছি৷ আশাকরি সবার কাছে ভালো লাগবে।
সাইফুল বারী বলেন, নতুন শিল্পীদের সঙ্গে কাজ করতে পারা অন্য রকম ভালো লাগার। সুরের উপরে এ গানগুলো লিখেও ভালো লেগেছে।
জিয়া খান বলেন, নতুনদের জন্য গান করার সুযোগ হয়ে উঠে না। প্রথমবারের মতো এ দুইটি ফোক ঘরনার গান করে ভালো লাগলো।