শরিফ মিয়া রিপোর্টার
: "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব উদযাপন। এই প্রতিপাদ্যকে সামনে রেখে উৎসব মুখর পরিবেশ ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে জামালপুরের ইসলামপুর নেকজাহান সুপার লীগ মেগা ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০জানুয়ারী) রাতে সরকারি ইসলামপুর নেকজাহান মডেল হাই স্কুল মাঠে উপজেলা প্রশাসন ও স্পোর্টস নেক্সাস বিডি আয়োজনে ও ছোঁয়া ইলেকট্রনিক্স, আল হাফিজ ট্রেডার্স, আরিফ এন্টারপ্রাইজের সহযোগিতায় নাইট টি-টেন ক্রিকেট নেকজাহান সুপার লীগ মেগা ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
সরকারি ইসলামপুর নেকজাহান মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত এস.এম রিয়াজুল করিম বাবুর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমান।
প্রধান বক্তা হিসাবে উপস্হিতি ছিলেন সাবেক বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালক ও সাধারণ সম্পাদক, ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্হার আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান।
উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সোহেল রানা খোকনের সঞ্চালনায়
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি রেজোয়ান ইফতেকার, ইসলামপুর থানা অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিএনপির সাধারণ সম্পাদক নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন সরকার, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, জামায়াতে ইসলামী জেলা সুরা সদস্য মোঃ আমজাদ হোসেন, জেলা দূনীতি দমন কমিটির সাধারণ সম্পাদক ও উন্নয়ন সংঘের মানব সম্পদ বিভাগের পরিচালক, সাংবাদিক জাহাঙ্গীর সেলিম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, আবির আহমেদ বিপুল মাস্টার, সহ সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমানসহ আরো অনেকে।
জমকালো আয়োজন ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নাটকীয় ভাবে শেষ হলো ফাইনাল খেলা।
ফলাফল ইসলামপুর ক্রিকেট একাদশ ৮ উইকেটে ১৩১ রানের জবাবে ফ্যালকন ফ্লায়ারস একাদশ ১০ ওভারে ১২৮ রান করে। ইসলামপুর ক্রিকেট একাদশ ৩ রানে চ্যাম্পিয়ন ট্রফি জয়লাভ করেন। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন খেলোয়ার মোঃ আব্দুল্লাহ।
টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ গ্রহন করে বলে আয়োজক কমিটি জানায়।