Breaking News
জানুয়ারি ২৩, ২০২৫

মধুপুরে তারুণ্যের উৎসব শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে


আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

”বাংলাদেশকে বদলাই, পৃথিবী বদলাই” এই উপপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন ২নং মহিষমারা ইউনিয়ন পরিষদের আয়োজনে এবং স্থানীয় সরকার বিভাগ ও উপজেলা প্রশাসন এর সহযোগিতায় “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার মহিষমারা ইউনিয়নের আশ্রা ফাযিল (ডিগ্রি) মাদরাসা মাঠে অনুষ্ঠিতব্য তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মীর্জা জুবায়ের হোসেন।
মহিষমারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মোঃ মসলিম উদ্দিন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য, স্থানীয় নেতৃবৃন্দ প্রমুখ।

কর্মশালায় প্রথম স্থান অধিকারী দল অন্যান্য ইউনিয়ন থেকে আগত শ্রেষ্ঠ দলগুলোর সাথে উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা করবে বলে জানান, অনুষ্ঠানের সভাপতি মোঃ মুসলিম উদ্দিন। তারুণ্যের ভাবনায় বাংলাদেশ কর্মশালায় প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন, মহিষমারা নেদুর বাজার উচ্চ বিদ্যালয়, শালিকা জাফর আলী উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ দাখিল মাদরাসা, আশ্রা ফাযিল (ডিগ্রি) মাদরাসা, সুনামগঞ্জ গারো বাজার পাবলিক উচ্চ বিদ্যালয় ও মহিষমারা কলেজের শিক্ষার্থীবৃৃন্দ। তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেন শালিকা জাফর আলী উচ্চ বিদ্যালয় ও মহিষমারা কলেজ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মহিষমারা ইউনিয়ন পরিষদের সচিব মোঃ মিজানুর রহমান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।