Breaking News
জুলাই ২২, ২০২৫

মধুপুরে জাতীয় সমাজ সেবা দিবস পালিত

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইলঃ

“নেই পাশে কেউ যার সমাজসেবা আছে তার শ্লোগান” কে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে জাতীয় সমাজ সেবা দিবস উদযাপন করা হয়েছে। দিবস টি উপলক্ষে বৃহস্পতিবার ( ০২ ডিসেম্বর) সকাল সাড়ে দশ টায় একটি বণার্ঢ্য ওয়াকাথন উপজেলা চত্তর থেকে বের হয়ে একই স্হানে এসে শেষ হয়। পরে উপজেলা চত্বরে কল্যানরাষ্ট্র বিনির্মান বিষয়ক মুক্ত আড্ডা ও প্রতিবন্ধীদের মাঝে আইডি কার্ড বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা সমাজ সেবা অফিসার মো. মোস্তফা হোসাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. সাইদুর রহমান, মধুপুর থান অফিসার ইনচার্জ এমরানুল কবির, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, মধুপুর ডিগ্রী কলেজের সমাজ কল্যাণ বিভাগের অধ্যাপক আব্দুল সবুর খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইসমাইল হোসেন, হিসাব রক্ষণ কর্মকর্তা মনিরুজ্জামান মনির, ,উপজেলা প্রেসক্লাবের সভাপতি আঃ হামিদ, সাধারণ সম্পাদক বাবুল রানা, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ গন উপস্থিত ছিলেন। বিকেলে মধুপুর উপজেলা পরিষদের হল রুমে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *