মোঃ মাইনুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
ভিজিডির চাউল বিতরণ
২০২৩-২০২৪ইং অর্থ বছরের কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার ৩নং দুর্গাপুর ইউনিয়নে(২৮০)জন দুঃস্থ নারীর মধ্যে জনপ্রতি ৩০ কেজি করে ডিসেম্বর মাসের ভিজিডির চাল বিতরণ শুরু করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (০২ জানুয়ারি ) দুপুর বেলা ৩ নং দুর্গাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসব চাউল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম সাঈদ , ইউনিয়ন সচিব মোঃ হারুনুর রশিদ গ্রাম পুলিশের দফাদার সহ গ্রামপুলিশ প্রমুখ।
চেয়ারম্যান সাইফুল ইসলাম সাঈদ বলেন, আমার ইউনিয়নের পক্ষ থেকে দুঃস্থ নারীদের মধ্যে ভিজিডির অধিনে গত ২০২৩-২০২৪ ইং অর্থ বছরের ভিজিডি চাউল সুষ্ঠ ও সুন্দর ভাবে বিতরণ করা শেষ হয়েছে। তিনি আরো বলেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে দু’বছর মেয়াদী এ প্রকল্প বছরের জানুয়ারি মাস থেকে শুরু হয়েছিল এবং ২০২৫ ইং এর জানুয়ারি মাসের শুরুতে দুই দিনে শেষ করা হবে।