মিঠুন পাল, পটুয়াখালী জেলা প্রতিনিধি
জাতীয় সমাজসেবা দিবস-২০২৫ উপলক্ষে পটুয়াখালীর গলাচিপায় ‘ওয়াকাথন ও কল্যাণরাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডা’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ আয়োজন হয়।
সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা প্রশাসন এবং উপজেলা সমাজসেবা কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। এবারের দিবসটির প্রতিপাদ্য ছিল ‘নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার’। দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, ওয়াকাথন এবং কল্যাণরাষ্ট্র বিষয়ে মুক্ত আলোচনা।
অনুষ্ঠানে বক্তারা সমাজসেবার গুরুত্ব তুলে ধরে বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে সামাজিক নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার করতে হবে। পাশাপাশি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সহকারী সমাজসেবা অফিসার মো. সাইফুল ইসলাম সাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সত্তার হাওলাদার এবং মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রেজাউল কবির।
এছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুফলভোগী ব্যক্তি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।