Breaking News
জানুয়ারি ২৩, ২০২৫

ইসলামপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শরিফ মিয়া স্টাফ রিপোর্টার

জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও কেক কাটা হয়েছে।

বৃহস্পতিবার (২জানুয়ারি) সকালে ইসলামপুর অডিটরিয়াম থেকে উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল ও কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা মোড় বটতলা চত্বরে এসে শেষ হয়।

প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাকিল আহমেদ পাপন।

সিনিয়র যুগ্ম আহবায়ক সাদমান সাকিব রিফাতের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সদস্য জিয়াউল হক জিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু। তিনি বলেন দীর্ঘ ১৭ বছর পর ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর শোভাযাত্রায় আমি মুগ্ধ, ছাত্রদলের সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, সহ-সভাপতি এ কে এম শহিদুর রহমান, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবির আহম্মেদ বিপুল মাস্টার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সরকার আলীর মেম্বার, সহ সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান, ইসলামপুর সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক মিঠুন মিয়া ও পৌর ছাত্রদলের সদস্য সচিব শান্ত মিয়া, উপজেলা ছাত্রদলের সদস্য মেহরাব হোসেন মহসিন, মোঃ হাবিবুল্লাহসহ ১২টি ইউনিয়ন ও পৌরসভার জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।