Breaking News
জুলাই ২৭, ২০২৫

কুড়িগ্রামে প্রবাসীর স্ত্রী তিন সন্তানের জননী নিখোঁজ

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুরে ওমান প্রবাসী মোঃ সামছুল হক এর স্ত্রী তিন সন্তানের জননী আজ প্রায় ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে। ওমান প্রবাসী মোঃ সামছুল হক ফেসবুক ও হোয়াটসঅ্যাপে সাংবাদিকদের বিষয়টি অবগত করেন। তথ্য পেয়ে সরেজমিন অনুসন্ধানে যায় সাংবাদিক টিম।

এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে, কুড়িগ্রামের উলিপুর উপজেলাধীন বুড়াবুড়ী ইউনিয়নের ফকির মোহাম্মদ গ্রামে। তথ্যানুসন্ধানে জানা যায় যে, প্রায় ১৭ বছর আগে উলিপুর গুনাইগাছ ইউনিয়নের মোঃ কপিল উদ্দিন এর পুত্র, মোঃ শামসুল হকের সাথে একই উপজেলার বুড়া-বুড়ি ইউনিয়নের বাসিন্দা মোঃ আব্দুল গফুরের ছোট কন্যা মোছাঃ শাহনাজ পারভীন এর সহিত ৯/৯/২০০৯ ইং তারিখ ইসলামি শরিয়া অনুসারে পারিবারিক ভাবে বিবাহ সম্পন্ন হয়। বিয়ের পর থেকে সুখেশান্তিতে দাম্পত্য জীবন কাটাচ্ছিলেন দম্পতি। বর্তমান ঐ দম্পতির এক মেয়ে ও দুই ছেলে সন্তান রয়েছে। প্রত্যক্ষদর্শী এবং পারিবারিক সূত্র জানায় ২২/১২/২০২৪ ইং তারিখ রবিবার আনুমানিক সন্ধ্যা ছয়টা থেকে শাহনাজ বেগমকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ঘরের মোবাইল ফোন ও অন্যান্য প্রয়োজনীয় ব্যবহারের জিনিসপত্র নেই , কিন্তু শাহনাজ পারভীনের ব্যবহৃত মোবাইল নাম্বারটি বন্ধ রয়েছে।

শাহনাজ পারভীনের বড় ভাই তারা মিয়া, সাংবাদিকদের বলেন প্রায় ১০ দিন আগে শাহনাজ পারভিন এবং শামসুল হকের মধ্যে মোবাইলে কথা কাটাকাটি হয় । এর কয়েকদিন পর ২২/১২/২০২৪ ইং তারিখ থেকে শাহনাজ পারভিন বাড়িতে থেকে নিখোঁজ রয়েছে, তিনি আরো বলেন, শাহনাজ পারভীন এর স্বামী শামসুল হককে বিদেশে পাঠাতে শাহনাজ পারভীনের প্রায় ১ লক্ষ ৭০ হাজার টাকা ঋণ হয়েছিল, শামসুল হক দুই বছর যাবত ওমানে রয়েছে। ঋণের টাকায় বিদেশে যাওয়া এবং সুবিধামত উপার্জন না হওয়ায় , পাওনাদারদের চাপের কারণে তাদের মধ্যে কথা কাটাকাটি ও মনোমালিন্য হয়, এর দুই দিন পর হঠাৎ করে সে কাউকে কিছু না জানিয়ে বাড়ি ছেড়ে চলে যায় ।
তাকে খোঁজাখুঁজির জন্য আত্মীয়-স্বজন এবং বন্ধুবান্ধব সব জায়গায় যোগাযোগ করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি, খোঁজাখবর এখনো চলছে ।

উলিপুর থানা অফিসার ইনচার্জ জিল্লুর রহমান জানান, এ বিষয় এখনও লিখিত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *