Breaking News
জুলাই ২২, ২০২৫

ইসলামপুরে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

শরীফ মিয়া স্টাফ রিপোর্টার

জামালপুরের ইসলামপুরে ৩১নং উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ডিসেম্বর) বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খোরশেদ আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ্ মোঃ আবির আহম্মেদ বিপুল মাষ্টার তিনি বলেন শিক্ষা জাতির মেরুদন্ড-আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ, প্রত্যেক বাবা-মাকে উদ্দেশ্যে করে তিনি বলেন সুশিক্ষায় শিক্ষিত করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে সন্তানকে স্কুলে পাঠাবেন, আপনাদের ছেলে-মেয়ে স্কুল থেকে বাসায় যাওয়ার পরে শিক্ষক মহোদয় কি পড়াশোনা করালো সেটা নিয়ে সন্তানের সাথে আলোচনা করবেন। মনে রাখতে হবে প্রাথমিক বিদ্যালয় যে ভীত তৈরি ও মজবুত হবে সেটা শিক্ষার্থীর সারা জীবনের সঞ্চয়। দীর্ঘদিন থেকে বিদ্যালয়ের প্রাচীর না থাকায় অচিরেই বিদ্যালয়ের প্রাচীর নির্মাণ করে দেওয়ার আশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জামালপুর জজ কোর্টের এড. মোঃ নিজাম উদ্দিন খান, পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ বেলাল হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুদুজ্জামান লুলু, উত্তর ইসলামপুর সরঃ প্রাথঃ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আশরাফ হোসেন, সাবেক প্রধান শিক্ষক রবিউল ইসলাম, এসএমসি কমিটির সাবেক সদস্য খুশ মাহমুদ, বিদ্যালয়ের জমিদতা হিমাংশু কুমার বন্দসহ বিদ্যালয় শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।

পরে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে ফলাফল ঘোষণা ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *