শরিফ মিয়া স্টাফ রিপোর্টার
জামালপুরের ইসলামপুরে ডাকাতির প্রস্তুতির সময় গণপিটুনিতে সেতাব আলী (৪২) নামে এক ডাকাত নিহত হয়েছেন।
শুক্রবার গভীর রাতে উপজেলার কুলকান্দি ইউনিয়নের যমুনার চরাঞ্চলে জিগাতলা এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় ওয়ান শুটার গান পিস্তল, ৮ রাউন্ড গুলিসহ ২ ডাকাত গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল্লাহ সাইফ।
তিনি জানান, উপজেলা কুলকান্দি ইউনিয়নের দুর্গম যমুনার চরে একটি সংবদ্ধ ডাকাত দল দীর্ঘদিন থেকে গুম খুন, ডাকাতিসহ নানাবিধ অপকর্ম করে আসছে। চক্রটির বিরুদ্ধে স্থানীয় ও বিভিন্ন থানাতে হত্যাসহ বিভিন্ন মামলা রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে থানা পুলিশের একটি দল নৌকাযোগে ঘটনাস্থলে গেলে খবর পেয়ে ডাকাত দল পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় ইসমাইল হোসেন (৩২) ও সুরমান আলী (৩৫) নামের দুইজনকে গ্রেপ্তার করে নিয়ে আসার পথে পুলিশ খবর পায় আরেকজন ডাকাতকে স্থানীয়রা আটক করে গণপিটুনি দেয়। এতে সে গুরুতর আহত হয়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের কাছ থেকে পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে সেতাব আলীর মৃত্যু হয়।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল্লাহ সাইফ বলেন, এ ঘটনায় থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। তবে নিহতের সঠিক নাম ঠিকানা পাওয়া যায়নি বলে জানান তিনি।