খান মেহেদী :- আনন্দ উল্লাস আর ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করতে বাকেরগঞ্জ উপজেলার সর্ববৃহৎ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জের ১০ম বর্ষপূর্তি উপলক্ষে বনভোজন ও মিলনমেলা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) দিনভর ঢাকার কেরানীগঞ্জের আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ডে এ বনভোজন ও মিলনমেলায় গর্বের বাকেরগঞ্জের সদস্য, তাদের পরিবার-পরিজন এবং বাকেরগঞ্জবাসি অংশ নেয়।
বনভোজনে ছিল বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, ইতিহাস ও ঐতিহ্য স্মৃতিচারণ, কবিতা পাঠ, বক্তৃতা প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, সম্মাননা পদক, শ্রেষ্ঠ শাখা পদক, শ্রেষ্ঠ কার্যক্রম পদক, পুরস্কার বিতরণ, সম্মাননা পদক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।
গর্বের বাকেরগঞ্জের সভাপতি মোজাম্মেল হোসেন মোহন ও সাধারণ সম্পাদক মোঃ ওসমান গনি উপস্থিত সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে ১০ম বর্ষপূর্তির কেক কাটেন। পুরো অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করেন গর্বের বাকেরগঞ্জের নারায়ণগঞ্জ জেলা শাখার সহ সভাপতি মোঃ আবদুল্লাহ আল মামুন এবং গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ রিয়াজ হাওলাদার। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দেন সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক নূরুল আমিন পাগড়ি সাকিব প্রমূখ।
গর্বের বাকেরগঞ্জের ১০ম বর্ষপূর্তি বনভোজন ও মিলনমেলা-২০২৪ উদযাপনের কমিটির দায়িত্ব পালন করেন, আহবায়ক এ্যাডভোকেট মোঃ শামসুল আরেফিন, সদস্যসচিব মোঃ দেলোয়ার হোসেন মোল্লা, সদস্য এইচএম দুলাল, ইঞ্জিনিয়ার মিজানুর রহমান মাসুদ, আব্দুল জলিল মৃধা, রফিকুল ইসলাম লিটন, ফয়সাল সিকদার, ইঞ্জিনিয়ার গোলাম কাওসার, মোঃ আলাউদ্দিন সিকদার সহ স্বাস্থ্য সম্পাদক মোঃ রাকিব খান, কার্যকরী সদস্য মোঃ মিজানুর রহমান, মোঃ সফিকুল ইসলাম বাদল এবং গর্বের বাকেরগঞ্জ গাজীপুর জেলা শাখার সভাপতি মোঃ অলিউল্লাহ খান ও সাধারণ সম্পাদক মোঃ রিয়াজ হাওলাদার , বরিশাল জেলা শাখার সভাপতি মোঃ নাজিউর রহমান ও সহসভাপতি মোঃ শাহিন মিরা, নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ আতিক মৃধা ও সাধারণ সম্পাদক সবুজ রায়হানের নেতৃত্বে সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বার্ষিক এ মিলন মেলার মাধ্যমে ঐতিহ্যবাহী বাকেরগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার মানুষের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হবে বলে আমরা বিশ্বাস করি। বছরের একটি দিন গর্বের বাকেরগঞ্জের সদস্য ও বাকেরগঞ্জবাসি তাদের পরিবার-পরিজন নিয়ে আনন্দ করার সুযোগ করে দেওয়ার জন্য গর্বের বাকেরগঞ্জকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন সকলে।