শরীফ মিয়া স্টাফ রিপোর্টার
সংবাদদাতা।। জামালপুরের ইসলামপুরে উৎসব মূখর পরিবেশে দৈনিক ইত্তেফাকের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ২৪ ডিসেম্বর সন্ধ্যায় ইসলামপুর প্রেসক্লাব মিলানায়তনে আলোচনা সভা ও কেক কাটা হয়।
ইসলামপুর প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়নের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ মো. সাইফুল্লাহ সাইফ।
তিনি বলেন, পত্রিকা হলো জ্ঞানের ভান্ডার। ইত্তেফাক জনপ্রিয় পত্রিকা। হাটাহাটি পা পা করে চড়াই উৎরাই পেরিয়ে ৭২ বছরের প্রদার্পন করেছে। আমি পত্রিকার সাফল্য কামনা করছি। সেই সাথে সকল সাংবাদিককে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান।
এতে প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান,সাবেক সভাপতি ফিরোজ খান লোহানী,সাধারণ সম্পাদক হাফিজ লিটন,পল্লীকন্ঠ প্রতিদিন প্রতিনিধি আঃ সামাদ,মোহনা টিভি জেলা প্রতিনিধি ও আমার দেশ পত্রিকার ইসলামপুর প্রতিনিধি ওসমান হারুনী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাহফুদুজ্জামান লুলু,পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মনির খান লোহানী,প্রতিদিনের সংবাদ প্রতিনিধি হোসেন রানা,দিগন্ত বাংলা প্রতিনিধি রোকনুজ্জামান সবুজ,আলোকিত সকাল প্রতিনিধি রফিকুল ইসলাম রঞ্জু,রুদ্র বাংলা প্রতিনিধি হোসেন শাহ ফকির, সাহিদুর রহমান, গ্লোবাল টিভি জেলা প্রতিনিধি ফিরোজ মিয়া,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাকিল আহমেদ পাপন,মানবাধিকার প্রতিদিন প্রতিনিধি হাসর আলী,মোতালেব হোসেন,শেখ আরেফিন সুমনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও অন্যান্য নেতৃবৃন্দ এতে অংশ নেন।
পরে প্রয়াত ও কর্মরত সাংবাদিকদের দোয়া কামনা করে ইত্তেফাকের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।