ইসলামপুরে ধর্মীয় নেতাদের মেনকেয়ার বিষয়ক প্রশিক্ষণ

শরিফ মিয়া স্টাফ রিপোর্টার

জামালপুরের ইসলামপুরে ধর্মীয় নেতাদের মেনকেয়ার বিষয়ক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) ইসলামপুর মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রে দিনব্যাপী উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অংশীদারিত্বের ভিত্তিতে বাস্তবায়নাধীন জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইমপ্রুভড নিউট্রিশন জেসমিন প্রকল্পের আওতায় মেলান্দহ উপজেলার ধর্মীয় নেতাদের নিয়ে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ ও শিশু সুরক্ষা বিষয়ক দিনব্যাপী কর্মসূচি পালিত হয়েছে।
প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো ধর্মীয় নেতাগণ জুম্মার নামাজে খুতবার সময় বাল্য বিবাহ, শিশু নির্যাতন, নারী নির্যাতন, যৌতুক ইত্যাদি বিষয়ে এলাকাবাসীদের সচেতন করবেন। যাতে সংশ্লিষ্ট এলাকা থেকে নারী নির্যাতন, বাল্য বিয়ে, যৌতুক বন্ধ হয়ে যায় পরিবার এবং সমাজে শান্তি বজায় থাকে।

প্রশিক্ষণের বক্তব্য রাখেন সভারচর মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও মোহাম্মদপুর জামে মসজিদের ইমাম মো. নজরুল ইসলাম, উন্নয়ন সংঘ জেসমিন প্রকল্পের জেন্ডার ডিজাস্টার এন্ড ক্লাইমেট চেঞ্জ কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল, ইসলামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটনসহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *