Breaking News
জানুয়ারি ২৩, ২০২৫

লাখো মুসল্লির দোয়া কামনার মধ্য দিয়ে শেষ হলো কুড়িগ্রামে ৩ দিনব্যাপী ইজতেমা

মোঃ মাইনুল ইসলাম,
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে ৩ দিনব্যাপী ইজতেমা। এ ইজতেমায় প্রায় লক্ষ্যে মুসল্লীর সমাগম ঘটে। আখেরি মোনাজাতে আগত মুসল্লিদের মাঝে কান্নার রোল পড়ে যায়। ইয়া-আল্লাহু ইয়া-আল্লাহু ডাকে ।
রবিবার (২২ ডিসেম্বর )২০২৪ ইং সকাল ৮,টা ৩০, মিনিটে ধরলা সেতুর পূর্বপাড়ে ফজলুল করীম রহ: জামিয়া ইসলামীয়া মাদ্রাসা প্রাঙ্গনে মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার সমাপ্তি হয়।
তিন দিনের এই ইজতেমায় প্রধান অতিথি ছিলেন চরমোনাই পীর সাহেবের প্রথম পুত্র মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
মুনাজাত পূর্ব বয়ানে চরমোনাই পীর বলেন ,নামাজ, রোজা যেমন ইবাদত, ঠিক তেমনি আল্লাহর হুকুম অনুযায়ী ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র পরিচালনা করা টাও একটি ইবাদত। দুনিয়া ও আখিরাতে কামিয়াব হতে হলে আল্লাহর কাছে পুরোপুরি আত্মসমর্পণ করতে হবে। তাই সকল ইবাদতেই নিয়তের পরিশুদ্ধতা না থাকলে ইবাদত কবুল হবে না। গত জুলাইয়ে সকল শহীদদের প্রতি মাগফেরাত কামনা করেন। এবং দেশকে ধ্বংস করার ষড়যন্ত্রকারীদের উপর আল্লাহতালার গজব নাযিল করেন।
তিনি ইজতেমা ব্যবস্থাপনা কমিটি, আগত মুসল্লী, সাংবাদিক বৃন্দ, ইজতেমার নিরাপত্তার দায়িত্বে থাকা প্রশাসনের সকল সদস্য ও এলাকাবাসীসহ নিপিড়ীত বিশ্বের সকল মুসলমানদের জন্য মাগফিরাত ও দোয়া কামনা করে আখেরি মোনাজাতের মাধ্যমে তিন দিন ব্যাপী কুড়িগ্রামের চরমোনাইর ইজতেমার সমাপ্তি হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।