মধুপুরে বিয়ের ৭ মাস পর গৃহ বধূর রহস্য জনক মৃত্যু

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ


টাঙ্গাইলের মধুপুরে মোমিনী আক্তার (১৬) নামেরএক গৃহ বধূর রহস্য জনক মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। সে টাঙ্গাইল সদরের বীরকুশিয়া গ্রামের আবু বকরের মেয়ে।
শুক্রবার (২০ ডিসেম্বর) দিবাগত রাতে মধুপুর পৌরসভাধীন ৩ নং ওয়ার্ডের গোপীনাথপুর গ্রামে এ ঘটনাটি ঘটে বলে জানা যায়।
পুলিশ সূত্রে জানা যায়, গৃহবধূ মোমিনী আক্তারের সাথে গত ৭/৮ মাস আগে মোবাইলে প্রেমের মাধ্যমে পৌরসভার গোপীনাথপুর এলাকার মোতালেব মল্লিকের ছেলে আমিনুর ইসলামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।
বিয়ের পর থেকেই দুজনের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া বিবাদ চলে আসছিলো। আমিনুর আগে থেকেই অটোরিকশা চালিয়ে সংসার চালাতো।
সে প্রতিদিনের ন্যায় সারাদিন অটোরিকশা চালিয়ে শুক্রবার দিবাগত রাতে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ে। হঠাৎ শব্দ শুনে দেখতে পায় তার স্ত্রী গলায় ওড়না পেচিয়ে ফ্যানের সাথে আত্মহত্যার চেষ্টা করছে। সেখান থেকে তাকে নামিয়ে এক সঙ্গে আবারও শুয়ে পড়ে বলে জানা যায়।
কিছুক্ষণ পর থেকে তার স্ত্রী মোমিনীর অবস্থা খারাপ হতে দেখে সে তার মা বাবাকে সঙ্গে নিয়ে মধুপুর উপজেলা হাসপাতালে রওনা হলে পথিমধ্যে তার মৃত্যু হয়।
তদন্তকারী কর্মকর্তা এসআই হেলাল জানান, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রেকর্ড করে থানায় নিয়ে আসি এবং ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করি।
ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *