Breaking News
জুলাই ২৪, ২০২৫

মুন্নার ওয়েব ফিল্ম ‘দি পাওয়ার অফ লাভ’

নিজস্ব প্রতিবেদক

এ প্রজন্মের চিত্রনায়ক কাতার প্রবাসী ব্যবসায়ী মুন্না খান। শতাধিক মিউজিক্যাল ফিল্মে মডেল হিসাবে অভিনয় করেছেন তিনি। গান লিখেছেন পঞ্চাটিরও বেশি। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিকের ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমার মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক হয়।মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় আরেকটি সিনেমা ‘রুখশার’ ৭৫% শেষ হয়েছে।বর্তমানে মুন্না খান মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিতব্য সিনেমা বদিউল আলম খোকন পরিচালিত ‘তছনছ’।
একই ব্যানারে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘দি পাওয়ার অফ লাভ’। এর মাধ্যমে প্রথমবার ওয়েবের দুনিয়ায় নাম লেখাতে যাচ্ছেন মুন্না খান। মাহফুজ রহমান রাজ রচিত এবং পরিচালিত ওয়েব ফিল্মটি শিগগিরই মুক্তি পাবে। এই ওয়েব ফিল্মে মুন্না ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বড়দা মিঠু, পায়েল সুলতানা, মেহেদি হাসান, ইব্রাহীম আহমেদ, মিশকাত মাহমুদ, আব্দুর রাজ্জাক, ইমরান খান, শহিদুল ইসলাম প্রমুখ।
ওয়েব ফিল্ম প্রসঙ্গে মুন্না বলেন, ভালোবাসার গল্পে এটি নির্মিত হয়েছে। অ্যাকশন ঘরনার ওয়েব ফিল্ম। আশা করছি, সব শ্রেণির দর্শকদের ওয়েব ফিল্মটি ভালো লাগবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *