Breaking News
জুলাই ২৪, ২০২৫

আলোকিত ইসলামপুর ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও খাবার বিতরণ

শরিফ মিয়া জামাল পুর

: জামালপুরের ইসলামপুরে বিজয় দিবস উপলক্ষে আলোকিত ইসলামপুর ফাউন্ডেশন এর উদ্যোগে অসহায়-শীতার্তদের মাঝে ৪শ শীতবস্ত্র ও খাবার বিতরণ করেন।
সোমবার(১৬ডিসেম্বর)বিকালে পৌরসভার ৬নং ওয়ার্ড গাঁওকুড়া গ্রামে বিএনপি নেতা হেলাল উদ্দিনের বাড়ী প্রাঙ্গণে আলোকিত ইসলামপুর ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারিষ্টার ইজমামুল হক শুভর নিজস্ব অর্থায়ানে দুস্থ-গরীব- অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। ব্যারিষ্টার মোঃ ইনজামামুল হক শুভর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামপুর সরকারি কলেজের অধ্যক্ষ আহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামপুর সরকারি কলেজের অধ্যাপক জাহাঙ্গীর, উপজেলা বিএনপির সহ সভাপতি মোঃ হেলাল উদ্দিন হেলাল,ইসলামপুর মার্কায মসজিদের আমীর বীর মুক্তিযোদ্ধা মোঃ জাহাঙ্গীর, ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম হিরণ, ইঞ্জিনিয়ার কিবরিয়া তোফা, সুমন মনির, সাখাওয়াত হোসেন, কামরুল ইসলাম, রফিকুল ইসলাম নায়েবসহ আরো অনেকে।

ব্যারিষ্টার মোঃ ইনজামামুল হক শুভ এই প্রতিবেদক কে জানান আলোকিত ইসলামপুর ফাউন্ডেশনের উদ্যোগে আগামী প্রতি মাসে এ ধরনের অসহায়- দোস্ত-পরিবারদের মাঝে বস্ত্র এবং খাবার কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *