Breaking News
জানুয়ারি ২৩, ২০২৫

পোরশায় দুর্নীতিবিরোধী দিবস পালিত

নাহিদ পোরশা(নওগাঁ)প্রতিনিধি:

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্যের আলোকে নওগাঁর পোরশায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী। সোমবার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মাধমে দিবসটির উদ্বোধন করেন ইউএনও মো. আরিফ আদনান। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অসুষ্ঠিত সংক্ষিপ্ত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও মো. আরিফ আদনান। সভায় বক্তাগণ দেশকে দুর্নীতি মুক্ত রাখতে উন্নত বিভিন্ন দুর্নীতিমুক্ত দেশের উদাহরণ তুলে ধরে বক্তব্য রাখেন। এসময় ইউএনও মো. আরিফ আদনান পারিবারিক ও প্রতিষ্ঠানিক ভাবে ছোট থেকে দুর্নীতির বিরুদ্ধে শিক্ষা দেওয়া ও দুর্নীতিকে না বলতে শেখানোর কথা তুলে ধরেন। এসময় উপজেলা সহকারি কমিশনা(ভূমি) নাবিলা ফেরদৌস, প্রাণি সম্পদ কর্মকর্তা হুমায়ন কবির, এলজিইডি প্রকৌশলী নুরুল আফসার মো. সুলতানুল ইমাম, থানা অফিসার ইনচার্জ শাহীন রেজা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ আব্দুল খালেক, সদস্য সচিব মোশারফ হোসেন জুয়েল, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক শরিফুল ইসলাম, সহ বিভিন্ন সরকারী ও বেসরকারি সংস্থার কর্মকর্তা ও সংগঠনের সদস্যবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।